সেন্ট জন ভিয়ানী হাসপাতাল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ফিজিওথেরাপিস্ট, সনোলজিস্ট, রেডিওলজিস্ট, এক্স-রে ও প্যাথলজি টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত একটি স্বাস্থ্য-সেবা প্রতিষ্ঠান। সকলের সামর্থের মধ্যে রাখরতই ডাক্তার ফি, ঔষধ মূল্য ও সকল পরীক্ষা-নীরিক্ষা ফি প্রায় অর্ধেক ছাড় দেওয়া হয়।
অপারেশন (সার্জারী) বিভাগে আমাদের সেবাসমূহ
- অভিজ্ঞ নির্ভরযোগ্য সার্জন, এনাসথেসিওলজিস্ট ও নার্স কর্তৃক আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বিভিন্ন অপারেশন করার সুব্যবস্থা
- অভিজ্ঞ এনাসথেসিওলজিস্ট কর্তৃক অপারেশন পূর্ব, অপারেশন চলাকালীন এবং অপারেশন পরবর্তী সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং চিকিৎসার নিশ্চয়তা
- পোস্ট অপারেটিভ, আই সি ইউ ও সেন্ট্রাল অ´িজেনের সুব্যবস্থা
- তুলনামূলক কম সেবামূল্যে মানসম্মত সেবার সুব্যবস্থা
- প্রয়োজনে ঢাকার যে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণের বা মেডিক্যাল টিম গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা।
- নরমাল ডেলিভারী, মা ও শিশু সেবা
- অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহিলা ও শিশু ডাক্তার, অভিজ্ঞ মিডওফারী নার্স, অপারেশন থিয়েটার, আই সি ইউ, সেন্ট্রাল অক্সিজেন, নরমাল ডেলিভারির সুব্যবস্থা রয়েছে।
- গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ (ANC) ও প্রসবোত্তর (PNC) সেবা ও পরামর্শের সুব্যবস্থা রয়েছে।
সেন্ট জন ভিয়ানী হাসপাতালে সেবাসমূহ
১। জরুরী বিভাগ (Emergency)
২। বহির্: বিভাগ (Outdoor)
৩। অন্ত: বিভাগ (Indoor)
৪। স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ (Gynae & Obs.)
৫। শিশু বিভাগ (Pediatrics)
৬। মেডিসিন বিভাগ (Medicine)
৭। ফ্যামিলি মেডিসিন (Family Medicine)
৮। হৃদরোগ বিভাগ (Cardiology)
৯। ডায়াবেটিস ও হরমোন বিভাগ (Diabetes & Endocrinology)
১০। চর্ম ও যৌন বিভাগ (Skin & Venereal Diseases)
১১। সার্জারি বিভাগ (General Surgery)
১২। নিউরো সার্জারি বিভাগ (Neuro Surgery)
১৩। অর্থোপেডিক্স (Orthopedics)
১৪ । ফিজিও থেরাপী বিভাগ (Physiotherapy)
১৫। প্যাথলজি বিভাগ (Pathology & Labratory)
১৬। রেডিওলজি ও ইমেজিং বিভাগ (Radiology & Imaging)
১৭। আলট্রাসনোগ্রাম বিভাগ (Ultrasonogram)
১৮। মা ও শিশুকর্নার (Breast Feeding Corner)
১৯। ঔষধালয় (Pharmacy)
২০। নার্সিং সেবা (Dedicated Nursing Care)
২১। ফিভার ক্লিনিক (Fever Clinic)
২২। শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যাকেজগুলি (Packages for Body Health Check-Up)
ডায়াবেটিস্ ও হরমোন পরীক্ষার নিশ্চয়তা
০১। সেন্ট জন ভিয়ানী হাসপাতালের ডায়াবেটিস্ ও হরমোন বিভাগে অভিজ্ঞ ডাক্তার- প্যাথলজিস্ট দ্বারা প্রতিদিন ব্লাড সুগার পরিক্ষা করা হয় ।
০২। সেন্ট জন ভিয়ানী হাসপাতালে উচ্চ মান সম্পন্ন বিদেশী মেশিনে ও বিশেষজ্ঞ ডাক্তার সমন্বয়ে স্বল্প সেবা মূল্যে ও বিশেষ কমিশনে (ছাড়) আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে (ঢ-জধু), ইকো(ঊঈঐঙ), ইসিজি (ঊঈএ) ও অন্যান্য পরীক্ষা করা হয়।
প্যাথলজি বিভাগে
- হেমাটোলজী
- বায়োকেমিক্যাল
- মাইক্রোবায়োলজি
- ইমিউনোলজি
- হরমোন
- সেরোলজি
পরীক্ষাসমূহ
- রক্ত (Blood)
- মূত্র (Urin)
- মল (Stool)
- কফ/কাশি (Sputum)
- যে কোন ধরনের বডি ফ্লুইভ, CSF
- বিভিন্ন ধরনের Swab, Tissue
ইর্মাজেন্সী সেবাসমূহ
- সেন্ট জন ভিয়ানী হাসপাতালের ইর্মাজেন্সী বিভাগে রোগীদের সেবায় দিবা-রাত্রি ২৪ ঘন্টা মেডিকেল অফিসার ও নার্স নিয়োজিত আছেন।
- মেডিকেল অফিসার রোগীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকেন।
- রোগীর বিশেষ চিকিৎসার প্রয়োজন বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শ গ্রহণ করা হয় ।
- সুচিকিৎসার জন্যে অত্যাধুনিক বেডসহ ওয়ার্ড ও কেবিন, সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেশনসহ সব ধরনের স¦াস্থ সেবার সুব্যবস্থা।
সেন্ট জন ভিয়ানী ঔষাধালয়
ঔষধ ও অনান্য চিকিৎসা সামগ্রী সুলভমূল্যে পাওয়া
